03
Sep
করোনা আবহে যেকোনও জায়গায় লাইনে দাঁড়ানোর কথা শুনলেই আজ ভয় হয়। অধিকাংশ জায়গাতেই লাইন দেওয়ার সময় সোশ্যাল ডিস্টেনসিং বা সামাজিক দূরত্ব মেনে চলার কোনও উপায় থাকে না। সেটা কোনও রেস্টুরেন্ট, ডাক্তারের ক্লিনিক কিংবা নিদেনপক্ষে পাড়ার মুদির দোকানও হতে পারে। এ বার এই লাইনে দাঁড়ানোর সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে কানাডার তথ্যপ্রযুক্তি সংস্থা বুলিয়ান অ্যারে। পূর্ব ভারতে এই প্রথম শুরু হতে চলেছে এক ভার্চুয়াল লাইনে দাঁড়ানোর অ্যাপ 'কিউ ওয়েটস'। এবার থেকে এই অ্যাপই সবাইকে যেখান থেকে ইচ্ছে লাইনে দাঁড়ানোর সুযোগ করে দেবে। সশরীরে উপস্থিত না থেকেই। অ্যাপের মাধ্যমে এই ভার্চুয়াল রিজার্ভেশন পূর্ব ভারতে এই প্রথম। এটি ডিজিটালভাবেই জায়গা সংরক্ষণ করবে এবং…