03
Aug
ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল গত ৩ বছরে হুগলীর মতো নন-মেট্রো শহরগুলিতে অন্য সাতটি মেট্রো শহরের চেয়ে ৫১% বেশি আয়বৃদ্ধি ঘটাতে পেরেছে। ফলে পার্পলের নন-মেট্রো রেভিনিউ শেয়ার বর্তমানে ৭০%। ভারতে বিউটি ই-কমার্স চাহিদার বিচারে বৃদ্ধির দিক থেকে ছোটো শহরগুলি এগিয়ে রয়েছে ৫০% থেকে ১৫০% দ্রুততায়। সামগ্রিক পরিমাণের দিক থেকে বিউটি শপিং অনলাইনে স্কিনকেয়ার, মেক-আপ ও হেয়ারকেয়ার যথাক্রমে ৩৫%, ৩১% ও ২৬%। হুগলীর মতো নন-মেট্রো শহরগুলির অনলাইন বিউটি প্রোডাক্ট ক্রেতাগণ মেট্রোর ক্রেতাদের থেকে ৮০% বেশি অর্ডার দিয়ে থাকেন। প্রকৃতপক্ষে, নন-মেট্রো ক্রেতারা বিগত ৩ বছরে বিউটি প্রোডাক্ট ক্রয়ের পরিমাণ দ্বিগুণ করেছেন। বিউটি ই-কমার্সে হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট ও ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট এগিয়ে…