19
Jan
ভুটান গেট খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় সামিল হল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ এগারমাস ধরে ভুটান গেট বন্ধ রয়েছে। যার জন্য জয়গাঁয় প্রায় কয়েকহাজার ব্যবসায়ী চরম আর্থিক অনটনে রয়েছেন। জানা গেছে ভারত ভুটানের মাধ্যমে এই গেট দিয়ে দুদেশের ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে জয়গাঁ সহ জেলার বহু মানুষ নানা পেশায় যুক্ত। করোনাকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে এই গেট। বন্ধ রয়েছে দুদেশের ব্যবসায়িক কাজকর্ম। অবস্থান বিক্ষোভকারীদের দাবি দ্রুত ভ্যাকসিন কাজ সম্পন্ন করে দুদেশের মধ্যে সীমান্ত ব্যবসা খুলে দেওয়া হোক।এই বিষয়ে তৃণমূল জয়ঁগা ২ নং অঞ্চল কমিটির সভাপতি মহঃ আব্দুল মানিক জানান প্রায় ১১ মাস থেকে বন্ধ জয়ঁগা ভুটান গেট আর জয়ঁগা ভুটান গেট বন্ধ…