protest cpim

রিলায়েন্সের নতুন শোরুমে‌র উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

রিলায়েন্সের নতুন শোরুমে‌র উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্সের নতুন শোরুম উদ্বোধন। অভিযোগ দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সমস্যার সমাধান না করেই এই শোরুম খুলতে দেওয়া যাবে না। মঙ্গলবার জলপাইগুড়ি‌র কদমতলা এলাকায় উদ্বোধনের সকালে‌ই শোরুম বন্ধ করে দেন তারা। বামপন্থী শ্রমিক নেতা জিয়া‌উল আলম বলেন, দিল্লিতে অবস্থান‌রত কৃষক‌দের সমস্যার সমাধান না হ‌ওয়া পর্যন্ত এই শোরুম খুলতে দেওয়া হবে না। এই নিয়ে এদিন সকাল থেকে শোরুমের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করেন বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বামপন্থী শ্রমিক নেতা জিয়াউল আলম, কৃষ্ণ সেন প্রমুখ। লাল ঝান্ডা নিয়ে রিলায়েন্স সংস্থা‌র বিরুদ্ধে শ্লোগান দেন তারা। এক‌ইসাথে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে‌ও শ্লোগান দেন বামপন্থী শ্রমিক…
Read More