pricerise

মিডডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি

মিডডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি

মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি জানাল নিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন। অভিযোগ, বাজারে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা করে রয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলুর জন্য স্কুলগুলো‌কে মাত্র ৩৫ টাকা করে দাম দেওয়া হচ্ছে ।অবিলম্বে আলুর সঠিক দাম দেওয়ার দাবিতে জেলা প্রশাসনকে চিঠি দিলেননিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। শিক্ষক‌দের অভিযোগ, মিড ডে মিলের আলুর জন‍্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তার তুলনায় আলুর বাজার দর অনেক বেশি রয়েছে। তাই অবিলম্বে বাজার দর অনুযায়ী মিড ডে মিলের আলুর দাম নির্ধারিত করতে হবে বলে দাবি করেন তারা। পাশাপাশি পরিবহন খরচ দেওয়ার দাবিও তোলা হয়। বিষয়টি নিয়ে শনিবার একটি…
Read More