10
Sep
আবারও জলপাইগুড়ি জেলার বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি পদে মনোনীত হলেন রশিদুল আলম। এর আগেও তিনি প্রায় ৩ বছর ওই পদ সামলেছেন। জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জলপাইগুড়ি সংখ্যালঘু ভোটকে টানতে রশিদুল আলমকেই সভাপতি রেখে দিল জেলা বিজেপি। জলপাইগুড়ি বিজেপি দলের গোষ্ঠীকোন্দল এমনিতেই চিন্তায় ফেলেছে বিজেপি নেতাদের। তাই মাইনরিটি সেলে নতুন মুখ না নিয়ে এসে রশিদুল আলম কেই রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় জেলার শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর রশিদুলকেই দায়িত্বে রেখে জেলার সংখ্যালঘু ভোটকে আরো সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। এদিকে পুনরায় জেলার সভাপতির দায়িত্ব পেয়ে রশিদুল আলম জানিয়েছে দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযোগ্য পালনে তিনি চেষ্টা করবেন।…