26
Sep
এলাকার প্রতিভাধর খেলোয়াড় তুলে আনতে লকডাউনের মাঝেই ফুটবল কোচিং করাচ্ছেন জলপাইগুড়ির মন্ডলঘাটের তরুণ যুবক প্রকাশ রায়। তিন বছর মোহনবাগান ক্লাবে মিড ফিল্ডার হয়ে খেলে আসা প্রকাশ রায় লকডাউনে বাড়ি ফিরে এসে স্থানীয় কচিকাঁচাদের প্রশিক্ষণ দিচ্ছেন "ডি" লাইসেন্স ধারী প্রকাশ। গোয়ালিয়রে পড়াশোনা করতে করতে ফুটবলের টানে কোচিং লাইসেন্স অর্জন করে রাজবংশী ঘরের ছেলে প্রকাশ রায়। বর্তমানে তিনি বাড়ির স্থানীয় এক ক্লাবমাঠে ফুটবল খেলোয়াড়দের হাতেখড়ি শেখাচ্ছেন। বছর আঠাশের যুবক প্রকাশের কথায় স্থানীয় নতুন প্রতিভাধর ফুটবল খেলোয়াড় তৈরী করাই তার উদ্দেশ্য। ভবিষ্যতে আরো বড় কোচিং সেন্টার খোলার পরিকল্পনাও তার রয়েছে।