18
Apr
লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-বিধায়ক ‘ফুলবদল’ করেছেন। এবার তৃণমূল ছাড়লেন ভাটপাড়ার এক কাউন্সিলর। আসন্ন নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। এই আসনে প্রার্থী না করায় তৃণমূল ছেড়েছেন অর্জুন সিং। বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছেন তিনি। এবার এই কেন্দ্রেই ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তাঁর স্বামী প্রিয়াংশু পাণ্ডেও। আগামী ২০ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ। ব্যারাকপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।