police raid in spa

স্পায় ডিটেকটিভ পুলিশের হানা, গ্রেপ্তার এক যুবতী সহ তিন

স্পায় ডিটেকটিভ পুলিশের হানা, গ্রেপ্তার এক যুবতী সহ তিন

স্পা বা পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ কুকর্মের রমরমা । এবার এই অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গোয়েন্দা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সেবক রোডের শপিং মলের একটি স্পা তে অভিযান চালিয়ে এক যুবতী সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাজে অভিযোগ ছিল ওই স্পাতে দীর্ঘদিন ধরে অবৈধ কাজ হত বলে গোপনসূত্রে খবর পেয়েছে পুলিশ। ঘটনায় ধৃতদের জলপাইগুড়ি থানায় আজ তোলা হয়। মহিলাকে উদ্ধার করে আদালতের নির্দেশ মেনে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওই স্পা মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সেই ভিত্তিতেই গোপন সূত্র কে কাজে লাগিয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পেল ডিটেকটিভ…
Read More