19
Jan
কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি বিশেষ টিম কোচবিহার জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতের কর্য্যালয় গুলিতে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ সরজমিনে খতিয়ে দেখতে কোচবিহার শহরে উপস্থিত হয়েছেন। কেন্দ্রের এই প্রতিনিধি দলে মধ্যে অনুজ ত্রিপাঠী এবং ব্রজেশ সিং নামে দুজন প্রতিনিধি এসছেন। এই প্রতিনিধি দল মঙ্গলবার কোচবিহার-২ এর বানেশ্বর গ্রাম পঞ্চায়েত কর্য্যালয়ে উপস্থিত হন। এখানে এসে তারা অঞ্চল প্রধান সহ অন্যান্য প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০১৬,২০১৭ সাল এবং ২০২১,২০২২ সালের একশো দিনের কান সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাগজপত্র খুঁটিনাটি দেখেন। এই বিষয়ে বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী জীবেন্দ্র দেবসিংহ বলেন, কেন্দ্রীয়…