Pictures of Rabindranath-Kalam on Indian notes

ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আমেরিকার ডলারের মতো ভারতীয় নোটেও একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব বা মণীষীর ছবি ব্যবহার করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। গতকাল একথা দাবানলের মত ছড়িয়ে পড়ে সামনে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালাম নাম। আরবিআই সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে আরবিআই। মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও মনীষীদের ছবি রাখার কথা ভাবা হচ্ছে বলে খবর। পাশাপাশি দাবি করা হয়েছিল, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও সেরেছেন আরবিআই কর্তারা। আইআইটি দিল্লির সাম্মানিক অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে দু'টি নোটের নমুনা পাঠিয়েছিল ওই সংস্থা। অধ্যাপককে দু'টির…
Read More