23
Apr
লাগামছাড়া ঘোড়ার মত ছুটে অবশেষে ১১৫ টাকার গন্ডিতে এসে থমকে রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যে রাজ্যে গত সতেরো দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। যার ঝক্কি পোয়াতে হয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। পাশাপাশি প্রভাব পড়েছে বাজার মূল্যের উপরেও। এই পরিস্থিতির ওপর নজর রেখে শনিবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি। এদিন দিল্লি-মুম্বই-সহ চার মহানগরে এবং অন্যান্য শহরে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম। তবে ডিলার্সদের অনুমান অশোধিত তেলের দাম শীঘ্রই না কমলে ফের দাম বাড়তে শুরু হতে পারে পেট্রোল ও ডিজেলের। মূলত, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৫ ডলারের আসপাশে রয়েছে। ফলে…