17
May
দেশে ৫ রাজ্যের বিধানসভার ভোটের ফল বেরনোর পর থেকেই চড়চড় করে বেড়েছে জ্বালানীর দাম। এরইমাঝে বিশ্ব বাজারে অশোধিতি তেলের দাম প্রতি ব্যারেলে ১১৪ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ক্রুডের দাম এভাবে বাড়তে থাকলে শীঘ্রই ফের বাড়তে শুরু করবে পেট্রোল ও ডিজেলের দাম। কারন, ইতিমধ্যে জ্বালানীর দাম বাড়ানোর জন্য চাপ বাড়ছে তেল সংস্থাগুলির উপর। মূলত, মার্চ ও এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। একনজরে দেখে নেওয়া যাক, চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লী- পেট্রোল ১০৫.৪৫ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা,…