pareeniti chopra

৩২ এ পা পরিনীতির

৩২ এ পা পরিনীতির

৩২ বছরে পা দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ।আপাতদৃষ্টিতে আমরা শুধু তাঁর অভিনয় ক্ষমতাতেই মজেছি । কিন্তু সেটা ছাড়াও বলিউডের এই কন্যার আরও একটি নেশা রয়েছে । সুযোগ পেলেই বিশ্বের নানা প্রান্তে পাড়ি দেন পরিণীতি । এ বার ৩২ বছরে পা দিলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী পরিণীতি চোপড়া। আপাতদৃষ্টিতে আমরা শুধু তাঁর অভিনয় ক্ষমতাতেই মজেছি। কিন্তু সেটা ছাড়াও বলিউডের এই কন্যার আরও একটি নেশা রয়েছে। সুযোগ পেলেই বিশ্বের নানা প্রান্তে পাড়ি দেন তিনি। পরিণীতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি মারলেই তার প্রমাণ মেলে। তবে পরিণীতি কিন্তু তাঁর ফ্যানদের কখনও হতাশ করেন না।ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাই ক্রমাগত আপডেট দিতে থাকেন নিজের ট্র্যাভেল ডেস্টিনেশনগুলির।
Read More