18
Jul
কোভিড আবহে বিধিনিষেধের সরকারি নির্দেশিকা। নিয়মমাফিক ভাবে দিন পনেরো অন্তর সরকারী স্তরে করোনার গ্রাস থেকে সাধারণ কে বাঁচাবার বিধিব্যবস্থা। সে নির্দেশিকার সবার প্রথম পয়েন্টে গুরুত্ব দিয়ে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। যে কোনভাবে স্কুল- কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া ভবিষ্যৎ প্রজন্মকে করোনার প্রকোপ থেকে বাঁচাতেই হবে। অতি উত্তম প্রস্তাব। কিন্তু গত প্রায় বছর দেড়েক ধরে শিক্ষার সম্পূর্ণ পঙ্গুত্ব প্রাপ্তির বিষয়টির কি হবে? এতদিনে সম্পূর্ণ প্রমাণিত কম্পিউটার, এন্ড্রয়েড ফোনের সাহায্য নিয়ে প্রকৃত উপায়ে ক্লাস করে সঠিকভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। ক্লাস চলছে। পড়ুয়া নেই। পরীক্ষার অছিলায় বই দেখে লেখা চলছে। কলেজের পড়ুয়ারা মাঠে-ঘাটে ভিড় করে…