25
Feb
ভারতেও এবার সোশাল মিডিয়া ও OTT প্ল্যাটফর্মের জন্য চালু হল একগুচ্ছ নিয়মাবলী (Social Media- OTT Rules)। ওয়েব সিরিজ থেকে চ্যাট শো, তথ্য চিত্র থেকে ওয়েব নিউজ সবই আসবে এই নিয়মের আওতায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ।সাম্প্রতিক বেশ কিছু বিতর্কের জেরে সোশাল মিডিয়া কনটেন্টে নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী কেন্দ্র আনছে নয়া আইন। তিন মাসের মধ্যেই এই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে থাকবে অভিযোগ জানানোর জন্য একটি বিভাগ।