one serious

ট্র্যাক পিক-আপ ভ্যানের ধাক্কায়  মৃত এক , আশঙ্কাজনক এক

ট্র্যাক পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত এক , আশঙ্কাজনক এক

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের , আশঙ্কাজনক আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে চোপড়ার ৩১নং জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি ওই পিকআপ ভ্যানের খালাসি বলে জানা গেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তুতবাগান এলাকার ৩১ নং জাতীয় সড়কে। স্থানীয় সুত্রে জানা গেছে, শিলিগুড়ি গামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের খালাসীর। গুরুতর আহত অবস্থায় গাড়ীর চালককে প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ও পরবর্তী কালে উত্তরবঙ্গ মেডিক্যল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই খালসীর নাম অভয় দাস, বাড়ী -…
Read More