21
Jan
গোটা বিশ্ব জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের নয়া ভাইরাস ওমিক্রন। এরই মাঝে সারা দেশ ভুগছে ওমিক্রন ঝড়ে৷ কিন্তু কী কী উপসর্গ দেখে বুঝবেন কোনও ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কিনা৷ করোনা স্ফীতির মধ্যে উপসর্গ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে৷ অনেক সময় দেখা যাচ্ছে কাশি হলে থামতেই চাইছে না। কখনও দেখা যাচ্ছে দু’দিনের জ্বরের পর আর কোনও উপসর্গ নেই। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের চেয়ে ওমিক্রনের সংক্রমণ সম্পূর্ণটাই আলাদা৷ তা নিয়ে বার বার সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কখন সতর্ক থাকতে হবে৷ বুঝেই উঠতে পারছেন না কেউ। সর্দি-কাশি হলেই কি তা করোনার লক্ষণ? নাকি জ্বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ এহেন নানা প্রশ্ন উঠে এসেছে৷ এই…