North bengal

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক। ডুয়ার্স এলাকায় ঘাঁটি‌ তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি‌ মুরগির‌ ছানা বিক্রি করছেন‌ তিনি। কয়েকটি বড় টার্কিও‌ রয়েছে তাঁর সঙ্গে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা সহ বারাসাত, মধ‍্যমগ্রাম,বর্ধমান ও আসানসোল এলাকায় ব্যাপকহারে চাষ‌ হয়‌ টার্কি‌ মুরগির। ‌সাবিক‌ জানান, ওইসব এলাকা থেকেই আমেরিকান টার্কি কিনে‌ ব্যবসা শুরু করেছেন। তিনটি টার্কির শাবক বিক্রি করছেন দুশো‌ টাকায়। দু-চারটে‌ করে অনেকেই কেনেন‌ তাঁর কাছ থেকে। এই ছানাগুলো ছয় থেকে সাত মাসের মধ্যেই দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায়‌ বলে জানান। টার্কি‌ চাষ করে অনেক বেকারদের স্বনির্ভর হওয়ার…
Read More
এই নিয়ে তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

এই নিয়ে তৃতীয়বারের জন্য আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস

ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। শুরু হওয়ার পরদিন থেকে দফায় দফায় বন্দে ভারতকে লক্ষ করে পাথর ছোড়ার ঘটনা পরে ফের আক্রান্ত বন্দে ভারত। বারবার এই ধরনের ঘটনা নিন্তা প্রকাশ করেছেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আগত রেল যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে ট্রেন চালু হতে চন্দনপুর স্টেশনে আশা এলাকায় সি৫ কামরাতে কেউ বন্দে ভারতে লক্ষ করে ঢিল ছুড়ছে। কার্যত একই ঘটনার ফের ঘটায় নিন্তা প্রকাশ করে যাত্রীরা। অন্য দিকে রেল পুলিশ ও রেল দপ্তর পুরো ঘটনা তদন্তে নেমেছে বললে জানান হচ্ছে। কে বা কারা এই ঘটনার ঘটালো তার অনুসন্ধান চালানো হচ্ছে বলে রেল দপ্তর সূত্রে খবর।
Read More
মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি জঙ্গলমহল সফর শেষ করেছেন তিনি। এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরা। ওইদিনই বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবে মুখ্যমন্ত্রী। সোমবার রাতে মালঙ্গী ফরেস্ট…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে  রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি

শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি

শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী সাথে দেখা করতে না দেওয়ায় হাসপাতালে নিরাপত্তারক্ষীর গায়ে হাত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে করোণা স্বাস্থ্যবিধি মেনেই বিভিন্ন হাসপাতালগুলোতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেইভাবেই শিলিগুড়ি জেলা হাসপাতালে নির্ধারিত সময়ে রোগীর পরিবার না আশায় সময়সীমা পার হবার পরেই রোগীর পরিবার রোগীর সাথে দেখা করতে আসলে সেই সময় বাধা দেয় শিলিগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তারক্ষী ।রোগীর পরিবার জোরজবস্তি করে রোগীর সাথে দেখা করতে যান ।সেই সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে রোগীর পরিবার চরাও হয় নিরাপত্তারক্ষীর উপর। এর পড়ে রোগীর পরিবার ও নিরাপত্তারক্ষীর মধ্যে হাতাহাতি হয়। ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। এরপরে পুলিশ এসে পুরো ঘটনাটা সামলে নেন। রোগীর পরিবারের…
Read More
বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

মহামারী সময় কালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এদিন বিজেপি দলীয় কার্যলয়ে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। দলের কর্মীরা রক্ত দান করে সংকট কালে রক্তে ঘাটতি মেতাতে এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল শঙ্কর ঘোষ সহ যুব সংগঠনের নেতা ও কর্মীরা। জানা যায় ৩৫-৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। সংক্রমণকালে যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
Read More
নতুন বছরে শুরু হল প্রথম ফ্ল‍্যাশের পাতা তোলার কাজ, আশায় চাবাগানগুলি

নতুন বছরে শুরু হল প্রথম ফ্ল‍্যাশের পাতা তোলার কাজ, আশায় চাবাগানগুলি

কোভিড আতঙ্ক কাটিয়ে সামনের দিকে দেশের শিল্প মহল। এই করোনার কালো মেঘ কাটিয়ে নতুন বছরে লাভের মুখ দেখার আশা করছে উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানগুলো‌। এবছরের শুরুতেই আশা আকাঙ্খা নিয়ে উত্তরের চাবাগান গুলিতে শুরু হয়ে গেল ফ্ল্যাশ পাতা তোলার কাজ। সূত্রের খবর, চা-বাগানে‌ প্রথম ফ্ল‍্যাশের পাতা বরাবরই উৎকৃষ্ট বলে মানা হয়। এজন্য সারা বছরের তুলনায় এই পাতার দামও অনেক বেশি থাকে। লক ডাউনের জেরে গত বছর দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত চা-বাগান‌। ওই সময়টাই ছিল কাঁচা চা-পাতা উৎপাদনের অন‍্যতম সময়। এজন্য প্রথম ফ্ল‍্যাশের পাতা তুলতে না পারায় বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষ‌কে ব‍্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছিল। পরবর্তীতে বাগান খোলা‌র পর কাঁচা চা-পাতার দাম বাড়লেও…
Read More
উত্তরে এসে পৌঁছল কোভিড ভ্যাকসিন

উত্তরে এসে পৌঁছল কোভিড ভ্যাকসিন

বুধবার গভীর রাতে ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কোভিত টীকা দিতে বুধবার রাত বারোটা নাগাদ মেডিকেল কলেজে ঢোকে। ভ্যাকসিন ভর্তি গাড়িটিকে পুলিশি প্রহরায় মেডিকেলের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এদিন সকালবেলায় মেডিকেল স্টাফরা ভ্যাকসিন নামিয়ে মেডিকেল স্টোরে পাঠায়। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গেও শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রশাসনিক স্তরেও সেহিসেবে রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। জানা গেছে উত্তরবঙ্গ কোল্ডস্টোর থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় কোভিশিল্ড পাঠানো হবে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন উত্তরবঙ্গের ৫জেলায় ভ্যাকসিন পাঠানো হবে মেডিক্যাল থেকে।তা হলো দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি।ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে।শনিবার থেকে দেওয়া শুরু হবে।তবে কিভাবে…
Read More
কুয়াশায় ঢাকল পৌষের শেষ রবিবার

কুয়াশায় ঢাকল পৌষের শেষ রবিবার

রবিবার থেকে উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ বেশির ভাগ জেলায় শীতে ঢেকে থাকল সারাদিন। শীতের পৌষ শেষের দিকে চলে আসলেও সেভাবে শীত এবং কুয়াশার ছবি দেখেনি উত্তরবঙ্গবাসী। রবিবার শহরের তাপমাত্রাও ছিল অনেকটা নিম্নমুখী।ইংরেজি নতুন বছরের দ্বিতীয় রবিবারে আলিপুরদুয়ার জেলার বিস্তৃণ‍্য এলাকা এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। কুয়াশার জেরে এদিন সামান্য ভোগান্তি হয় শহরবাসীর। ব্যাহত হয় জনজীবন। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটরসাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করেছে। ৩০ফুট দূরত্বে মধ‍্যে দৃশ্যমানতা কম ছিল।
Read More
উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

তিনদিনের ঝটিকা সফরে ফের একবার উত্তরবঙ্গে আসলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সূত্রের খবর শুক্রবার দুপুরে এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা । মন্ত্রীকে স্বাগত জানাতে এদিন বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। জানা গেছে বিমানবন্দরে নেমে পাহাড়ের উদ্যেশ্যে রওনা দেন মন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনের কাজ দেখার জন্যই মন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর
Read More
২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

২০০ স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের

উত্তরবঙ্গ জুড়ে প্রায় দুশো স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন উত্তরবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু হচ্ছে। প্রশাসনিক ভাবে অনুমোদন মিলেছে। উল্লেখ্য ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় পঠনপাঠন নিয়ে সঙ্কেত দেন। এদিকে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে বিদ্যালয় পরিকাঠামো তৈরি করে দ্রুত পঠনপাঠন শুরু হবে। পাশাপাশি গৌতম দেব জানিয়েছেন কামতাপুরি ভাষাতেও সিলেবাস তৈরির প্রক্রিয়া চলছে। কামতাপুরি ভাষাতেও দ্রুত পঠনপাঠন শুরু হবে।
Read More
দ্বিতীয় দফায় ফের উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয় দফায় ফের উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

লকডাউনের পর দ্বিতীয় দফায় ফের উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বেলা বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে জলপাইগুড়ি পুলিশ লাইনে নামেন। মুখ‍্যমন্ত্রী‌কে স্বাগত জানাতে হেলিপ‍্যাডে উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা। এরপর সেখান থেকে করলা বাঁধে‌র ওপর দিয়ে জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দপ্তরের বাংলোতে আসেন মুখ‍্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর কনভয় দেখে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল সমর্থক‌রা। জানা গেছে আজ সন্ধ্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা‌র বিভিন্ন তৃণমূল নেতা‌দের নিয়ে একটি বৈঠক করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে আজকে রাত্রিবাসের কথা রয়েছে। এর পর আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ার সভা করার কথা রয়েছে।কোচবিহারে রাসমেলার মাঠে সভা রয়েছে বলে সূত্রের খবর।
Read More
উত্তরবঙ্গে উন্নত ক্যানসার হাসপাতালের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরবঙ্গে উন্নত ক্যানসার হাসপাতালের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরবঙ্গে উন্নতমানের ক্যানসার হাসপাতাল চেয়ে দাবি জানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। জানা গেছে এদিন আলিপুরদুয়ারে ধ্রুবজ্যোতি মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্যরা উত্তরবঙ্গ উন্নতমানের ক্যান্সার হাসপাতালের দাবিতে জনমত গড়ে তুলছে। তাদের দাবি উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জায়গা। এখানে চিকিৎসাব্যবস্থা এখনো সেভাবে উন্নত হয়নি। এর পাশাপাশি উত্তরবঙ্গে কোনো সরকারি ক্যান্সার হসপিটাল নেই।তার ফলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই এলাকার ক্যান্সার রোগীরা বাধ্য হয়ে রাজ্যের বাইরে যাচ্ছে। প্রচুর টাকা খরচ করে সেই রোগ প্রতিকারের সামর্থ্য থাকেনা অনেকের। তাই উত্তরবঙ্গে একটি সরকারি ক্যানসার হাসপাতাল তৈরি করার জন্য দাবি জানিয়েছে তারা।
Read More
আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে !

আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে !

আগামী ২৪ ঘন্টায় উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এর ফলে উত্তরবঙ্গে শীত জাকিয়ে নামতে পারে বলে খবর। এমনই পূর্বাভাস দিলেন জলপাইগুড়ি‌ কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানীরা। জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘন্টা‌য় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানান কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী স্বপনকুমার রায়। শুক্রবার দুপুরে তিনি বলেন, আকাশে কিছুটা মেঘ জমে থাকার কারণে গত ২৪ ঘন্টা‌য় উত্তর‌বঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘন্টা‌য় হালকা বৃষ্টিপাত হ‌ওয়ার পর তাপমাত্রা ফের কমে যাবে। তখন নতুন করে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন সকলে।
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 53তম প্রতিষ্ঠা দিবস

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 53তম প্রতিষ্ঠা দিবস

করোনা আবহেই উত্তরবঙ্গের সর্বপ্রথম মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। জানা গেছে এদিন মেডিকেল কলেজের অধ্যক্ষ পি কে দেব এবং ডিন সন্দীপ সেনগুপ্তের উপস্থিতিতে ফিতে কেটে এদিন প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান শুরু হয়। বর্তমানে করোনা পরিস্থিতির বিবেচনা করে প্রতিষ্ঠা দিবসে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি বলে সূত্রের খবর। কলেজের ডাক্তারবাবুরা জানিয়েছেন ১৯৬৮ সাল থেকে যেভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গের মানুষদের চিকিৎসা করে যাচ্ছে তাতে তাঁরা গর্বিত।
Read More