29
Aug
বহু প্রস্তুতির পর উপস্থিত হলো সেই সময়। অনেক আগে থেকেই প্রস্তুতি চলছিল। রবিবার আসে সেই চরম মুহূর্ত। ঘড়িতে তখন দুপুর আড়াইটে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয় ‘অপারেশন ডিনামাইট’। মাত্র ৯ সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নয়ডার টুইট টাওয়ার। শেষ হয় ৯ বছরের লড়াই৷ প্রায় ৪ হাজার কেজি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল গগনচুম্বী ইমারত৷ বেআইনি ভাবে নির্মীত অ্যাপেক্স ও সিয়ানি নামের এই দুটি টাওয়ার ছিল কুতুব মিনিরের চেয়েও উঁচু। ৩২ তলার অ্যাপেক্সের উচ্চতা ছিল ১০৩ মিটার। আর ৩০ তলার সিয়ানির উচ্চতা ছিল ৯৭ মিটার। এই জোড়া টাওয়ার ধ্বংসের ফলে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। টুইন…