NISAN

আসছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট

আসছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট

নিসান ইন্ডিয়ার নতুন বি-এসইউভি ‘নিসান ম্যাগনাইট কনসেপ্ট’-এর নির্মাণের ডিজাইন অ্যাপ্রোচ সামনে আনা হল। সেইসঙ্গে প্রকাশ্যে আনা হল গাড়িটির ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের নতুন ডিজাইন এলিমেন্টস। নিসান পরিবারের এই নতুন গাড়ি তাদের গ্লোবাল এসইউভি পরম্পরা মেনে নির্মিত হয়েছে ভারতের জন্য ও অন্যান্য দেশে রপ্তানির জন্য।  এতে হরাইজন্টাল ইনস্ট্রুমেন্টাল প্যানেল রয়েছে, তাই নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র যথেষ্ট ‘ওয়াইড অ্যান্ড স্পেশাস’। তারসঙ্গে আছে এয়ার ভেন্টিলেটর্স। এইসব কারণে গাড়িটি গ্রাহকদের কাছে বেশ স্পোর্টি মনে হবে ও এসইউভি-অনুভূতি বাড়িয়ে দেবে। এতে মোনো-ফর্ম শেপের সিট থাকায় গাড়িটি আরামদায়ক। বোল্ড ডিজাইন ও কলারের জন্য নিসান ম্যাগনাইট কনসেপ্ট সকলের নজর কাড়বে এবং পথে চলার সময়ে অন্য গাড়ির ভিড়ের মধ্যেও…
Read More