03
Jun
ট্রাক্টর জংশন আয়োজিত ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে চারটি পুরস্কারে ভূষিত হল সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল এনভি’র ব্র্যান্ড নিউ হল্যান্ড এগ্রিকালচার। শুধু ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারিং নো-হাউ’এর কারণে নয়, নিউ হল্যান্ড এগ্রিকালচার তাদের দুটি কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি প্রোজেক্টের জন্যও পুরস্কার পেয়েছে। ‘ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার ২০২১’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউ হল্যান্ড এগ্রিকালচার চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। সেগুলি হল: (i) ৫১ থেকে ৬০ এইচপি’র মধ্যে বেস্ট ট্রাক্টর (নিউ হল্যান্ড ৩৬৩০ টিএক্স স্পেশাল এডিশন), (ii) কমার্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট ট্রাক্টর ( নিউ হল্যান্ড ৩২৩০ এনএক্স), (iii) বেস্ট ডিজাইন ট্রাক্টর (নিউ হল্যান্ড এক্সেল আল্টিমা ৫৫১০) ও (iv) বেস্ট কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ (নিউ হল্যান্ড – প্রিভেনশন…