Netaji Subhas Chandra Bose

ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার

ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার

১৫ আগস্টের মধ্যে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর টার্গেট ঠিক করল মোদি সরকার। সেই মতো মূর্তি তৈরি ও তা প্রতিস্থাপনের জন্য ছ’জন বিশেষজ্ঞের একটি কমিটি তৈরি করল কেন্দ্র। ঘোষণার প্রায় চার মাস পর সবেমাত্র কমিটি তৈরি হল। তাই যথাসময়ে আজাদ হিন্দ ফৌজের সেনানায়কের পোশাকে নেতাজির পূর্ণাবয়ব পাথরের মূর্তি তৈরি সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অন্দরেই চর্চা শুরু হয়েছে। যদিও ন্যাশনাল গ্যালারি অব মর্ডান আর্টের (এনজিএমএ) বিশ্বাস, সঠিক সময়েই সুভাষচন্দ্রের গ্রানাইটের মূর্তি তৈরি হয়ে যাবে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে গ্রানাইট আনা হবে। শিল্পী তথা স্থপতি ঠিক করা হবে গোটা দেশ থেকে। কমপক্ষে ৫০ জন…
Read More