Neeraj Chanda

অতুল অটো লিমিটেডের উদ্যোগ

অতুল অটো লিমিটেডের উদ্যোগ

অতুল অটো লিমিটেড এক পার্টনারশিপ গড়ে তুললো সিএসসি ই-গভার্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের ই-কমার্স ইনিশিয়েটিভ ‘সিএসসি গ্রামীণ ইস্টোর’-এর সঙ্গে। অতুল অটো লিমিটেড হল প্রথম থ্রী-হুইলার ওইএম যারা এরকম উদ্যোগে শামিল হলো। এর উদ্দেশ্য হল গ্রামীণ এলাকায় ডিজিটাল অর্ডারিং ও ডেলিভারি ব্যবস্থার উন্নতি ঘটানো। এই পার্টনারশিপের আওতায় অতুল অটোর প্রোডাক্ট রেঞ্জ সিএসসি গ্রামীণ ইস্টোরের তালিকায় স্থান পাবে এবং গ্রামীণ এলাকায় গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবে ভিলেজ লেভেল এন্টারপ্রিনারদের (ভিএলই) মাধ্যমে। যৌথ ডিজিটাল লঞ্চ্‌ অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন ড. দীনেশ ত্যাগী (এমডি-সিএসসি এসপিভি), রাজা কিশোর (সিওও –সিএসসি গ্রামীণ ইস্টোর), নীরজ চন্দ্র (ডিরেক্টর, অতুল অটো লিমিটেড) ও পুষ্কর সিনহা (ভিপি সেলস অ্যান্ড মার্কেটিং, অতুল অটো…
Read More