19
Oct
অ্যামওয়ে ইন্ডিয়া মহিলাদের ক্ষমতায়ণের লক্ষ্যে লঞ্চ্ করল ‘নারী শক্তি’ প্রকল্প। অ্যামওয়ের উদ্দেশ্য হল মহিলাদের ক্ষমতায়ণের মাধ্যমে তাদের নিজস্ব ব্যবসা চালানর সুযোগ করে দেওয়া। তাদের নিজস্ব প্রবণতা অনুসারে তারা ব্যবসা চালাতে পারবেন, যেমন ফিটনেস, হেলদি লিভিং, কুকিং বা বিউটি। পূর্বাঞ্চলে শুরু হওয়া এই ‘নারী শক্তি’ প্রকল্প অ্যামওয়ের বর্তমান মহিলা ডাইরেক্ট সেলারদের সামনের সারিতে নিয়ে আসবে, তাদের দক্ষতা বৃদ্ধি করবে, যাতে তারা স্বাধীনভাবে তাদের অ্যামওয়ে বিজনেস চালাতে সক্ষম হন। উল্লেখ্য, বিগত বছরগুলিতে অ্যামওয়ে একাধিক অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্ষমতায়িত করেছে, যাতে তাঁরা নিজেদের যোগ্যতা ও সম্ভাবনা অনুসারে এগিয়ে যেতে পারেন। দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে মহিলাদের পরিবর্তনশীল…