14
Sep
পুজোর আর ১ মাস বাকি, তবে বাকি বছর গুলির তুলনায় এবার পুজোর আমেজ একদম ই আলাদা। কিভাবে মণ্ডপ সেজে উঠবে কি কি বাধ্যতামূলক তাই নিয়ে আজ নবান্নে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও কলকাতার ফোরাম অফ দুর্গোৎসব এর পক্ষ থেকেও জারি করা হয়েছে নির্দেশাবলী। প্যান্ডেল যতটা খোলামেলা রাখা যায় সেদিকে নজর রাখতে হবে।২৫ জনের বেশি দর্শনার্থী এক সাথে মণ্ডপ এ ঢুকতে পারবেনা।মণ্ডপে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক।থার্মাল গান এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তির জ্বর থাকলে তাকে মণ্ডপ এ ঢুকতে দেয়া হবে না।মণ্ডপ এ ঢোকার রাস্তায় ব্যারিকেট দিতে হবে, সামাজিক দূরত্ববিধি মেনেই হবে ঠাকুর দেখা।দর্শনার্থীর ভিড় কমাতে আলোর…