18
Jun
স্বল্প মেয়াদে যুক্তিসম্মত আয় সৃষ্টির সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড। ইউটিআই সূত্রে জানা গেছে, এই ফান্ড ‘ডেট’ ও ‘মানিমার্কেটে’র বিভিন্নমুখী নানা পোর্টফোলিয়োতে বিনিয়োগের কৌশল অবলম্বন করে চলে। ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড প্রাথমিকভাবে বিনিয়োগ করে কমার্সিয়াল পেপার্স, ডিপোজিট সার্টিফিকেট ও স্বল্পমেয়াদী কর্পোরেট বন্ডে, সেইসঙ্গে গভর্নমেন্ট সিকিউরিটিজেও। সকলের আশানুযায়ী সম্প্রতি আর্থিক নীতির ঘোষণাকালে এমপিসি সর্বসম্মতিতে ‘অ্যাকোমোডেটিভ স্ট্যান্স’ বজায় রাখতে ও রেপো রেট ৪.০০ শতাংশে রাখার পক্ষে ভোট দিয়েছে। গভর্নরও ঘোষণা করেছেন, জি-এসএপি’র থার্ড ট্র্যান্স এসডিএল ক্রয় করবে। ভবিষ্যতে জি-এসএপি’তে এসডিএল-এর অন্তর্ভুক্তি এসডিএল-এর প্রসারে লাগাম দেবে। গভর্নর আরও ঘোষণা করেছেন, ২০২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জি-এসএপি ২.০ হবে ১.২০ লক্ষ-কোটি টাকা,…