Moglix

১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে মোগলিক্স এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে ইউনিকর্নে পরিণত হল। সাম্প্রতিক ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে। মোগলিক্স হল ইন্ডাস্ট্রিয়াল ও এমআরও প্রোকিয়োরমেন্ট স্পেসে ভারতের বৃহত্তম ও অতিদ্রুত বৃদ্ধিশীল বি-টু-বি কমার্স প্লাটফর্ম। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই কোম্পানি একটি অপারেটিং সিস্টেম গড়ে তুলছে, যা গ্রাহকদের দিচ্ছে এক ‘ফুল স্ট্যাক সার্ভিস’ যার আওতায় রয়েছে প্রোকিয়োরমেন্ট, প্যাকেজিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ও হাইলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার। ২০১৫ সালে স্থাপিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর,…
Read More