Mimi Chakrabort

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন। তবে অন্য চরিত্রে। 'খেলা যখন' নিয়ে অর্জুন বলছেন, 'খুব ভালো লাগছে আবার অরিন্দমদার সঙ্গে কাজ করব ভেবে। মিমি থাকছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যাদের সঙ্গে আমি আগে কাজ করিনি। আর হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে যেটা আমার সবচেয়ে পছন্দের। দর্শক গোরা পুপেকে আবার অন্য রূপে পাবে। চরিত্রের জন্য আমাদের খাটতে হবে। তবে একে অপরকে চিনি, এই রসায়নটা পর্দায় ধরা পড়বে। আগে একসঙ্গে কাজ করলে সহজেই সাবলীল হওয়া যায়। প্রথম শট থেকেই পর্দায় ধরা পড়বে সেই বোঝাপড়াটা।' অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম…
Read More