MIC Manas Ranjan Bhunia

‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, তাঁদের জন্য কলেজের দরজা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সবং সজনীকান্ত কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি কলেজ অধ্যক্ষ তপন দত্তকে বলেন, ক্লাস না করে সই করলে লাল কালির দাগ দিয়ে দেবেন। শিক্ষকদের টিউশনি বন্ধ করতে হবে। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, পরপর তিনটে ক্লাসে অনুপস্থিত হলে রাস্টিকেট করে দেওয়া হবে। এসবই পরিচালন সমিতির নির্দেশ। পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কারও দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে পুলিস, প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মানসবাবু পড়ুয়াদের বলেন, অসংযমী জীবন যাপন করা যাবে না। বিপথগামী হলে অভিভাবকদের ডেকে টিসি…
Read More