27
Apr
অস্বস্তি গরম থেকে আপাতত রেহাই না মিললেও, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। আবহওয়া দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। পাশাপাশি সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে আপাতত রাজ্যজুড়ে জারি থাকবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের জেরে কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হবার সম্ভাবনা রয়েছে। এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি অভাস মিলেছে। তবে উল্লেখ্য ভাবে, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।