Mayor Firhad Hakim demanded that “the flow of people could not be stopped”

“জনস্রোত আটকানো যায়নি” দাবি মেয়র ফিরহাদ হাকিমের

“জনস্রোত আটকানো যায়নি” দাবি মেয়র ফিরহাদ হাকিমের

জনপ্রিয় গায়ক কেকে'র আকস্মিক প্রয়াণে শোরগোল পড়ে গিয়েছে। নজরুল মঞ্চের অব্যবস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, যেখানে নজরুল মঞ্চের আসন সংখ্যা ২ হাজার ৪৮৩ জনের। সেই জায়গায় ৬-৭ হাজার দর্শক হয়েছিল। পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে বহু দর্শক। কেন এতো দর্শককে থামানো গেল না প্রশ্ন উঠছে। এখন সেই প্রসঙ্গে মুখ খুললেন মহানাগরিক ফিরহাদ হাকিম। নজরুল মঞ্চের অব্যবস্থার অভিযোগ অস্বীকার করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি,‘এমন একজন আর্টিস্ট কলকাতায় অনুষ্ঠান করছেন, স্বাভাবিকভাবেই জনস্রোত আটকানো যায়নি। নজরুল মঞ্চের এসিতে কোন সমস্যা নেই।’ এদিকে নজরুল মঞ্চে নিরাপত্তারক্ষীদের দাবি,ভির সামলাতে নজরুল মঞ্চের ৭টি গেটের মধ্যে ৫টি গেট খুলে দেওয়া হয়। ভিতরে ঢুকতে না…
Read More