massai

কর্মজীবনে প্রবেশের দিশা দেখাচ্ছে মাসাই স্কুল

কর্মজীবনে প্রবেশের দিশা দেখাচ্ছে মাসাই স্কুল

এদেশে সামাজিক অবস্থান ও আর্থিক বাধা সাধারন মানুষের শিক্ষাগ্রহণের পথে স্বাভাবিক বাধা হিসেবে উপস্থিত হয়। এই অবস্থার পরিবর্তনের প্রয়াসে মাসাই স্কুল চালু করেছে ইনকাম শেয়ারিং এগ্রিমেন্ট (আইএসএ) বা ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল। মাসাই স্কুল-এর সিইও ও কো-ফাউন্ডার, প্রতীক শুক্লা জানান, একটি জব-রেডি ওয়ার্কফোর্স গড়ার জন্য সঠিক দক্ষতা থাকা খুবই প্রয়োজন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মপ্রাথীদের উচিত তাদের দক্ষতার ভিত এমন মজবুত করা যাতে তা ইন্ডাস্ট্রির চাহিদা মেটাতে পারে। মাসাই স্কুলে তারা লক্ষ্য রাখেন যাতে কর্মে নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত পেশাদার হিসেবে সঠিক দক্ষতা ও সার্বিক উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মপ্রার্থীরা তাদের পেশাগত পোর্টফোলিও ঠিক ও উন্নত করতে পারেন।…
Read More