15
May
শনিবার বিকেলে ত্রিপুরায় নাটকীয় ভাবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিপ্লব দেব। তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম ঘোষণা করা হয়। রবিবার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। এদিন রাজভবনে সকাল সাড়ে ১১টায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এদিকে, সন্ত্রাসের অভিযোগে মানিক সাহার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বামেরা। জল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে হাজির হন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন সদ্য প্রাক্তন বিপ্লব দেব। বিজেপিতে যোগ দিয়ে উল্কার গতিতে উত্থান হয়েছে মানিক সাহার। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান। ২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি হন এই দাঁতের ডাক্তার। শপথগ্রহণের পর মানিক বলেন,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরার…