09
Sep
মালদায় গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী । সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারী ইংরেজবাজারের যদুপুর গ্রামে ঢুকে আত্মগোপন করে ছিল। সেই মতো খবর ছিল পুলিশের কাছে আর সেই সূত্র ধরে সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম বাবু শেখ। পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়। এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক । তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি…