Maidan

অজয়ের ফুটবল নিয়ে সিনেমা, কত আয় করল ময়দান?

অজয়ের ফুটবল নিয়ে সিনেমা, কত আয় করল ময়দান?

অজয় দেবগন বছরটা বড় সাফল্যের সাথে শুরু করেছেন, চলতি বছরে তার মুক্তি পাওয়া ছবি 'শয়তান' ভারতীয় বক্স অফিসে প্রায় ১৫০ কোটি টাকা আয় করেছে। এই বছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ময়দান, দীর্ঘদিন অপেক্ষিত 'ময়দান', সৈয়দ আব্দুল রহিমের জীবনের উপর ভিত্তি করে নির্মিত, যিনি ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত ভারতীয় ফুটবলের স্বর্ণযুগে বিরাজ করেছেন। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বনি কাপুর এবং 'বাধাই হো'র জনপ্রিয় নির্মাতা অমিত রবীন্দ্রনাথ শর্মা। এই চলচ্চিত্রটি ঈদের সময় মুক্তি পেয়েছিল এবং খুবই প্রত্যাশিত ছবি ছিল। এই ছবিটি মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৪৫ কোটি টাকা আয় করেছে।
Read More