Mahua Maitra

প্রতারণার অভিযোগ সামনে আসতেই মমতার সুরে সুর মেলালেন মহুয়া

প্রতারণার অভিযোগ সামনে আসতেই মমতার সুরে সুর মেলালেন মহুয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এবার সুর মেলালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিন বৃহস্পতিবার ফেসবুক পোস্ট করে মহুয়া জানিয়েছেন,মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনও রকমের তোলাবাজি করা যাবে না—চাকরি দেওয়ার নাম করে, টেট প্যানেল-এ নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি মানুষকে প্রতারণা করে তবে, নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন।’ তাঁর কথায়, ‘ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই। যতই প্রভাবশালী হন না কেন, এক দিন না এক দিন ধরা পড়বেনই—তাই দয়া করে এগিয়ে আসুন, চলুন এই চক্রগুলিকে বন্ধ করি।’  উল্লেখ্য, গতকাল প্রশাসনিক বৈঠক থেকে…
Read More