24
Aug
সদ্য মাত্রই নতুন রাজনীতির সূচনা হয়েছে মহারাষ্ট্রে৷ মাত্র দু’মাস হল ‘গাঁটছড়া’ বেঁধেছে তারা৷ এরই মধ্যে সম্পর্কে ফাটলের গুঞ্জন৷ একাধিক ইস্যুতে নাকি মত পার্থক্য দেখা দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি’র মধ্যে৷ ফলে আরও একবার রাজনৈতিক ডামাডোলের মুখে পড়তে পারে মহারাষ্ট্র৷ আশঙ্কা রাজনৈতিক মহলের৷ উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপি’র সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মসনদে বসেছেন একনাথ শিন্ডে৷ কিন্তু, গেরুয়া শিবিরের একাংশের মতে একনাথ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেও, সরকার চালাতে অগ্রণী ভূমিকা নিচ্ছে সেই বিজেপিই। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বিস্ফোরক দাবি করেন৷ তিনি বলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীস। গত ৩০ জুন বিজেপির সঙ্গে শিন্ডে শিবির হাত মেলানোর পর একনাথকে মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেন…