27
Nov
শিলিগুড়িতে আরেকটি জঙ্গল সাফারি শুরু করল বনদপ্তর। দীর্ঘ কয়েকবছর পর এবার ফের সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। জানা গেছে আজ থেকে সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে গেল। শিলিগুড়ি বাসীর কাছে সুকনার রংটং শর্ট আউটিংয়ের জন্য অটোমেটিক চয়েস। আর সেই জায়গাতে এবার ভ্রমনপিপাসুদের কাছে খুলে যাচ্ছে এই অভয়ারণ্য। আপাতত ১ ঘণ্টার সাফারিতে বন্যপ্রাণী, বন ও পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিলো বনদপ্তর। শুক্রবার নতুন এই সাফারির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর, পদ্মজা নাইডু চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই ও অন্যান্য বনাধিকারিকেরা।জানা গেছে সুকনায় বনদপ্তরের অফিস কিংবা অনলাইনে এই সাফারির টিকিট কাটা…