made in india

চীনা সামগ্রী বিক্রি ছাড়াই লাভ ৭২ হাজার কোটি

চীনা সামগ্রী বিক্রি ছাড়াই লাভ ৭২ হাজার কোটি

করোনা পরিস্থিতি , গালোওয়ানে সীমান্ত সমস্যায় এবার চীনা সামগ্রী বর্জনের ডাক দিয়েছিল ভারত সরকার। সেই সঙ্গে ভোকাল ফর লোকাল বা স্বদেশীয় দ্রব্যের ওপর জোর প্রচার হয়েছিল। আর এই প্রচারে দেশের অর্থনীতিতে লাভের ইঙ্গিত মিলল এমনটাই দাবি সিএআইটির। রবিবার এমনই তথ্য জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স । অন্যদিকে, ভারতীয় বিক্রেতারা চিনের পণ্য বয়কট করার জন্য সেই রপ্তানিকাররা ৪০ হাজার কোটি টাকার লোকসানের সম্মুখিন হয়েছেন। উল্লেখ্য, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে অশান্তির কারণে সিএআইটি চিনের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। সিএআইটি তাদের এক বিবৃতিতে বলেছেন, ‘‌ভারতের শীর্ষ বিপনণ কেন্দ্র হিসাবে বিবেচিত এরকম ২০টি ভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা…
Read More