madan bhattacharya

১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাননি তিনি । দীর্ঘ দশ বছর ধরে অসহায় বৃদ্ধা মিনতি বর্মনের সমস্ত কিছু ভরণপোষণের দায়িত্ব সামলাচ্ছেন । জানা গেছে ২০০৯ সাল থেকে ফুলবাড়ীর পশ্চিম ধনতলার বাসিন্দা মিনতি বর্মনকে তার সমস্ত নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, সয়াবিন সহ প্রসাধনী সামগ্রী তুলে দিচ্ছেন শিলিগুড়ির সমাজসেবী মদন ভট্টাচার্য । মদন বাবু জানিয়েছেন দীর্ঘদিন যাবত তিনি অসহায় বৃদ্ধা মিনতি বর্মনকে সেবা করে আসছেন। উল্লেখ্য মিনতি বর্মনের স্বামী অনেকদিন আগেই মারা গেছে , বহু কষ্টে মেয়েকে বিয়ে দিয়ে এখন একাই থাকেন। প্রতি ছয়মাস অন্তর অন্তর মদন বাবু নিজে এসে সমস্ত জিনিসপত্রের সঙ্গে গ্যাসের এবং হাত খরচের টাকা দিয়ে যান। এর পাশাপাশি এলাকার…
Read More