LYSOL

‘সেফ টু টাচ’ – লাইজলের কোভিড-১৯ বিরোধী প্রচার

‘সেফ টু টাচ’ – লাইজলের কোভিড-১৯ বিরোধী প্রচার

‘সেফ টু টাচ’ নামে এক নতুন ক্যাম্পেন শুরু করল ভারতের অগ্রণী ডিসইনফেক্ট্যান্ট ব্র্যান্ড লাইজল। এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য হল বর্তমান অতিমারীর সময়ে জীবানু ও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সারফেস ডিসইনফেকশনের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের গোড়া থেকেই লাইজল গ্রাহকদের সচেতন করে চলেছে এই মারাত্মক ইনফেকশনের সংক্রমণ ঠেকাতে ডিসইনফেকশনের গুরুত্বের প্রতি। এই নতুন ক্যাম্পেন হল এক অভ্যাস পরিবর্তনের ক্যাম্পেন, যার লক্ষ্য গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করা। দেশজুড়ে বিভিন্ন ভারতীয় ভাষায় এই প্রচারাভিযান চালান হবে। সকলে যাতে সুস্থ থাকেন, সারফেস ডিসইনফেকশনের গুরুত্ব বোঝেন ও পরিচ্ছন্নতা বজায় রেখে সংক্রমণের শৃঙ্খল ভাংতে পারেন – সেটাই এর লক্ষ্য। 
Read More