08
Aug
মাসের সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান শিলিগুড়ি।সরকারের ঘোষণা আর প্রশাসনের কঠোর কাজে সপ্তাহের দ্বিতীয় লকডাউন পুরোপুরি সফল শিলিগুড়িতে। রাজ্য সরকার এ সপ্তাহের বুধবার ও শনিবার লকডাউন ঘোষণা করেছে আগেই।সেই মতো সপ্তাহের এই দ্বিতীয় লকডাউনে শহরের মানুষ ঘরবন্দি রাখলেন নিজেদের।এদিন শহরের প্রধান সব রাস্তাগুলি ছিল প্রায় ফাঁকা। রাস্তায় বেরোনো প্রতিটি গাড়িকে চেক করে হচ্ছে। সঠিক কারণ জানাতে না পারলে গাড়ি আটক করে জরিমানাও করা হচ্ছে ।পুলিশ টহল দিচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মচারী,মানুষ ,যানবাহন ছাড়া আর কোনো মানুষকে রাস্তায় দেখা যায় নি। শহরের হিলকার্ড রোড,সেবক রোড,বর্ধমান রোডে দেখা গেল না কোনো যানবাহন।শহরের মানুষের এই সচেতনতার ছবি দেখে…