07
Jan
অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নামল বাম ছাত্র সংগঠন। লকডাউনের পর থেকেই দীর্ঘ নয় মাস যাবত বন্ধ রয়েছে হলদিবাড়ি শিলিগুড়ি লোকাল ট্রেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হলদিবাড়ি জলপাইগুড়ির কৃষকরা এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশনে এই নিয়ে বিক্ষোভ আন্দোলন করেন তারা।এই দাবি নিয়ে জলপাইগুড়ি স্টেশনের ম্যানেজারকে একটি স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা । বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে দেশের সব জায়গাতেই দীর্ঘ কয়েক মাস রেল পরিষেবা বন্ধ ছিল। ইতিমধ্যেই প্রায় সব জায়গায় রেল পরিসেবা চালু হয়েছে। অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় রেল পরিসেবা চালু হয়ে গেলেও জলপাইগুড়ির মানুষ এখনও রেলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জলপাইগুড়ির বিভিন্ন রুটে লোকাল…