18
May
ছাতা ছাড়া বাইরে বেরোলে যে শুধু রোদের দাপটে ঘাম হচ্ছে তা নয় সাথে ট্যানও পড়ছে। পা ঢাকা জুতো, কিংবা ওড়না দিয়ে মুখ ঢেকে বেরোলোও কোনও লাভ হচ্ছে না। রোদের আঁচ গায়ে পড়ছেই। সাজগোজ যতই শৌখিন হোক, রোদে পোড়া দাগ আড়াল করা যায় না। সেই দাগ তুলতে পার্লারে ছুটতে হয়। অথচ ঘরোয়া উপায়েই কিন্তু ট্যান দূর করা যায়। প্রয়োজন নেই বেশি কিছুর। টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে। টম্যাটো এবং মধু: একটি বাটিতে টম্যাটোর ক্বাথ এবং ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন। মিনিট কুড়ি মতো রেখে ধুয়ে ফেলুন।এই মিশ্রণ বিশেষ…