14
Dec
এবারের ২৬ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত হল বুদ্ধদেব বর্মনের "লছকাডাঙ্গীর কাথা" ।কয়েক বছর ধরে উত্তরের এই তরুণ চিত্র পরিচালক বুদ্ধদেবের পরিচালনায় তৈরি বেশ কয়েকটি শর্ট ফিল্ম হয়েছে। তাঁর তৈরি লছকডাঙ্গীর কাথা সিনেমাটি আন্তর্জাতিক মঞ্চে মনোনীত হওয়ায় খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। আর্থিক বাঁধা কাটিয়ে দীর্ঘ তিনবছর ধরে নিজের গ্রাম লছকাডাঙ্গীর রূপ-প্রকৃতি, সন্ধ্যা-সকালের মেঠো জীবন , গ্রামের সহজ সরল মানুষের কাজকর্মকে নির্বাক চিত্রের মারফত এক অপরূপ সৌন্দর্য এবং জীবন্ত করে তুলে ধরার প্রয়াস এই শর্ট ফিল্মে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সিনেমা মনোনীত হলেও এখনো যে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে এই উত্তরের বন্ধ্যাজগৎ থেকে তা ভালো করেই জানে। তাই…