05
Oct
দীর্ঘদিনের আন্দোলনের জেরে অবশেষে শ্রমিকদের বকেয়া বেতন দিতে বাধ্য হল এইচসিসি। বকেয়া বেতনের সঙ্গে সঙ্গে পুজোর বোনাসও মিটিয়ে দেয় বলে জানা গেছে। পুজোর আগে বকেয়া বেতন সহ বোনাস পেয়ে খুশি হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিক।বাকি ছয় মাসের বকেয়া বেতন আগামী জানুয়ারির মধ্যেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এইচসিসি কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যানারকে সামনে রেখেই বৈষ্ণবনগর থানার আঠারো মাইল এলাকার টোল প্লাজা সংলগ্ন এইচসিসি দপ্তরের সামনে একটি পথসভা করে ফেডারেশন অফ অল ইন্ডিয়া কনস্ট্রাকশন ওয়াকার্স ইউনিয়নের সদস্যরা । সেখানেই দাবি তোলা হয় বাকি বকেয়া বেতনের দেওয়ার বিষয়টি যাতে লিখিত আকারে দেয় এইচসিসি কর্তৃপক্ষ ।পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে…