kpp

প্রাথমিক স্তরে  কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমতি মেলায় বিজয় মিছিল কেপিপির

প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমতি মেলায় বিজয় মিছিল কেপিপির

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশিতে উজ্জীবিত কামতাপুরি জনগোষ্ঠীর মানুষেরা। গত কয়েকদিন আগে রাজ্যসরকার প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন দিয়েছে। আর খুশিতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। জানা গেছে এদিন শিবমন্দিরে এই বিজয় মিছিল করা হয়। এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কেপিপি নেতা অতুল রায়। তিনি জানান দেশ স্বাধীনতালাভের দীর্ঘ ৭৩ বছর উত্তরবঙ্গের কামতাপুরি মানুষরা এবার নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে।এজন্য তিনি মূখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।পাশাপাশি আরো বেশি প্রাথমিক স্কুলে যাতে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হয় সেই দাবিও জানান।
Read More