28
May
লোকসভা নির্বাচনে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতার বুকে রোড শো করবেন। বিজেপি প্রার্থী তাপস রায় সমর্থনেই হবে এই রোড শো। এই রোড শো শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের জন্মভিটে অর্থাৎ সিমলা স্ট্রিট অবধি চলবে। আজ দুপুরে বারাসাত লোকসভার অন্তর্গত বিধানসভা অশোকনগরে একটি জনসভা আছে মোদীর। তারপর আরও একটি সভা রয়েছে বারুইপুরে। এই দুই জনসভার কাজ মিটিয়েই কলকাতায় রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে সিমলা স্ট্রিটের পর্যন্ত চলবে রোড শো। রোড শো শুরু আগে তিনি বাগবাজারে 'মায়ের বাড়ি' উদ্বোধন লেনে যাবেন। কলকাতার রোড শো বহু আগে থেকেই পরিকল্পনা…