06
Sep
বিরাট স্বস্তি পেলেন বিরোধী দল নেতা ৷ প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় ভবানী ভবনে তলব করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এই ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ শুভেন্দু অধিকারীর আর্জি, তাঁর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন থানায় চারটি অভিযোগ রয়েছে। এর মধ্যে কাঁথি থানায় দায়ের হয়েছে দেহরক্ষীর মৃত্যু মামলা৷ এই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ তবে তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। শুভেন্দুর মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত মৌখিক ভাবে প্রথমে জানায়, এখনই সিআইডির তলবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পরে দুপুর ২টোর সময় ফের শুনানি শুরু হলে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে হাই কোর্ট জানায়, শুভেন্দুর বিরুদ্ধে যত মামলা রয়েছে,…